Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে বিশ্বকাপ শুরু আজ, জেনে নিন নতুন নিয়ম

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
ওয়ানডে বিশ্বকাপ শুরু আজ, জেনে নিন নতুন নিয়ম

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সব জল্পনা-কল্পনা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মোট ১০টি দেশের অংশগ্রহণে আগামী দেড় মাস ক্রিকেট উন্মাদনায় ভাসবে পুরো ক্রিকেট বিশ্ব।

গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। এক লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটাই শুরু হবে ম্যাচটি।

২০১৯ সালে ইয়োইন মরগানের নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের আটজন এবারের দলে আছেন। সেবার নাটকীয়তায় ভরা ম্যাচে নিউজিল্যান্ডকে হারিরে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে লর্ডসের ফাইনাল ম্যাচটি টাই হয়েছিল। শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচের ফলাফল নিষ্পত্তি না হওয়ায় বাউন্ডারি-কাউন্ট আইনে সেরা দল হিসেবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি বিশ্বকাপের আটটিতেই সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ড তাদের প্রথম শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে। ট্রেন্ট বোল্ট-সাউদির নেতৃত্বে বিশ্বমানের পেস আক্রমনের পাশাপাশি ভারতীয় টার্নিং পিচে মিচেল সান্টনার ও ইশ সোদীর স্পিন ভাল সহায়ক ভূমিকা পালন করতে পারে।

এবার এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। এর আগে তিনবার ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক ছিল তারা। প্রাথমিকভাবে দশটি দেশের প্রতিটি দল পরস্পরের বিপক্ষে ৯টি করে ম্যাচ খেলবে। এরপর সেমিফাইনালের লড়াই শুরু হবে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এবার ১৩তম আসরের সূচি প্রকাশেও করা হয় অনেক বিলম্ব। এরপর একাধিকবার সেই সূচিতে আনা হয় পরিবর্তন। এছাড়া ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি-সব মিলিয়ে বিশ্বকাপ শুরু আগ থেকেই সমালোচনায় বিদ্ধ ভারত।

Manual7 Ad Code

মাঠের মূল লড়াই শুরু হওয়ার আগে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল কারণে এবারের আসরে বর্ণাঢ্য কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেনি না ভারতের ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

বিশ্বকাপের ১৩তম আসরে একাধিক নতুন নিয়ম একাধিক নতুন নিয়ম চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইতোমধ্যে একাধিক গাইডলাইন দিয়েছে তারা। সেগুলো হলো—

১. বাউন্ডারি ৭০ মিটারের ছোট করা যাবে না। পিচে অধিক ঘাস রাখতে হবে। শিশির নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এরই মধ্যে কিউরেটরদের তা জানিয়ে দেয়া হয়েছে।

Manual7 Ad Code

২. ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ফাইনাল সুপার ওভারে টাই হয়। পরে বেশি চার-ছক্কা মারা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে ক্রিকেট বিশ্বে তর্ক-বিতর্ক তৈরি হয়। নানা সমালোচনার মুখে সেই নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি।

Manual3 Ad Code

এবারের ক্রিকেট মহাযজ্ঞে কোনও ম্যাচ টাই হলে মূল্য ইনিংসে বেশি চার-ছক্কা হাঁকানো দলকে জয়ী করা হবে না। এক্ষেত্রে দুই দলকেই একটানা সুপার ওভার খেলে যেতে হবে। শেষমেষ এতে যারা জিতবে, তারাই শেষ হাসি হাসবে।

৩. এ বছর ‘মানকাড’ পদ্ধতিতে ব্যাটারকে আউট করা যাবে। অতীতে আইসিসি মেগা ইভেন্টে এ নিয়ম দেখা যায়নি। তবে এবার প্রথম যার দর্শন মিলতে পারে।

৪. প্রত্যেক ম্যাচ হবে দুই সেশনে। এক সেশনের জন্য ৩ ঘণ্টা ৫০ মিনিট বরাদ্দ থাকবে। মাঝখানে ৪৫ মিনিট বিরতি থাকবে। টসের ঠিক আগমুহূর্তে সেরা একাদশ প্রকাশ করতে পারবেন অধিনায়করা।

৫. একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বোলিং করতে পারবেন। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমতে পারে। সেক্ষেত্রে ১ ইনিংসে নিজের কোটার মোট ওভারের এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশের বেশি বোলিং করতে পারবেন না তিনি।

৬. প্রথম পাওয়ার প্লে’তে (১০ ওভার) মাত্র ২ ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবেন। দ্বিতীয় পাওয়ার প্লে’তে (১১ থেকে ৪০ ওভার) ৪ ফিল্ডার সেই সুযোগ পাবেন। আর তৃতীয় পাওয়ার প্লে’তে (৪১ থেকে ৫০ ওভার) ৫ ফিল্ডার ওই অনুমতি পাবেন।

৭. লিগ পর্বে কোনও ম্যাচ টাই হলে সেটি সুপার ওভারে গড়াবে না। তবে নকআউট পর্বে সেই ব্যবস্থা রাখা হয়েছে। সেমিফাইনালের কোনও ম্যাচ অথবা ফাইনাল টাই হলে সুপার ওভারে নিষ্পত্তি হবে।

৮. বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি (ডিএলএস) কার্যকর হবে। উভয় দল কমপক্ষে ২০ ওভার করে খেললে এই পদ্ধতিতে বিজয়ী ঘোষণা করা হবে। এর কম হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হবে। সেই সঙ্গে ম্যাচটি বাতিল বা পরিত্যক্ত বলে গণ্য হবে।

৯. সেমির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনালেও সেই ব্যবস্থা থাকছে। নির্ধারিত তারিখে খেলা না হলের পরের দিন হবে। এক্ষেত্রে প্রথম দিন যেখান থেকে শেষ হবে, পরের দিন সেখান থেকে শুরু হবে।

Manual5 Ad Code

এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার লক্ষ্যে ম্যাচ ভেন্যু ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই সেখানে পা রাখে তারা। ক্যাপ্টেন্স মিটে অংশ নেয়ার লক্ষ্যে টাইগারদের অধিনায়ক ছুটে গেছেন আহমেদাবাদে। সেই অনুষ্ঠান শেষে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

শেয়ার করুন