Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দুঃখ ভোলার চেষ্টায়…

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
দুঃখ ভোলার চেষ্টায়…

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:
‘তরলা’, ‘হিরামান্ডি’, ‘পূজা মেরি জান’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে আলোচনায় রয়েছে অভিনেত্রী হুমা কুরেশি। এরইমধ্যে ‘তরলা’ সিনেমাটির ট্রেলার প্রকাশের পর বেশ সাড়াও ফেলেছে দর্শকদের মাঝে। তবে এমন সময় অনলাইন বেটিং অ্যাপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে।

Manual4 Ad Code

সম্প্রতি ইডি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় হুমাকে। ‘মহাদেব বুক অ্যাপ’ নামক এক অনলাইন বেটিং প্লাটফর্ম সংক্রান্ত মামলায় তদন্ত করছে ইডি। তদন্তে একাধিক বলিউড অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকার নাম উঠে এসেছে। বিষয়টি নিয়ে অনেকটাই ঝামেলা পোহাতে হচ্ছে হুমাকে।

তবে মন খারাপের সময়টা আনন্দ করে ভুলে থাকার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি হুমা কুরেশি, রাজকুমার রাও এবং তার স্ত্রী, সাকিব সেলিম, ফারাহ খানরা একটি ‘ম্যাড নাইট আউট’ পার্টির আয়োজন করে। যেখানে রাজকুমার ও তার স্ত্রীর রোমান্টিক একটি মুহূর্ত নিজের ক্যামেরাবন্দি করেন হুমা ও সেলিম।

Manual5 Ad Code

ভিডিওটিতে দেখা যায়, রাজকুমার ও তার স্ত্রী হাত ধরে মুখোমুখি দাঁড়িয়ে আছে। পাশে হুমাকে আনন্দে চিত্কার করছেন। পরবর্তীতে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেই ভাইরাল বনে চলে যায়। যা দেখে অনেকেই মন্তব্য করছেন, দুঃখ ভুলতে সাংবাদিকের ভূমিকায় হুমা! কেউ কেউ বলছেন, ভাইরাল হওয়ার ধান্দা! যদিও অনেকে তার এই কাজের প্রশংসাও করছেন!

Manual1 Ad Code

শেয়ার করুন