Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শান্তি চাই, দেশের উন্নতি চাই: প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
শান্তি চাই, দেশের উন্নতি চাই: প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
আমরা শান্তি চাই। আমরা দেশের উন্নতি চাই। আমরা মনে করি, আমাদের সন্তানরা লেখাপড়া শিখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

বুধবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে আয়োজিত শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান ও শেখ রাসেল দিবস-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্পাদিত ‘স্মরণে আবরণে শেখ রাসেল’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ১০টি প্রকল্প উদ্বোধন ও সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। সেই সঙ্গে শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ-২০২৩ পুরস্কার প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলবো, আমাদের সন্তানদের কাছে একটি উপদেশ থাকবে- তোমরা পড়াশুনা করবে। ওই জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস থেকে দূরে থাকবে। আজকে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করছি। আজকের শিশুরাই তো স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে।’

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে। আমরা বৃদ্ধরা কোথায় (মোবাইলে) টিপবো। আমার ছোট্ট সোনামণিরা তো স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে। এটাই আমি চাই।’

Manual3 Ad Code

শেয়ার করুন