বিয়ের ভিডিও প্রকাশ্যে আনবেন দীপিকা-রণবীর!

Daily Ajker Sylhet

admin

২২ অক্টো ২০২৩, ০২:১০ অপরাহ্ণ


বিয়ের ভিডিও প্রকাশ্যে আনবেন দীপিকা-রণবীর!

বিনোদন ডেস্ক :
করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ অনেক অজানা জিনিস সামনে চলে আসে। চমক থাকে প্রতিটি পর্বে। ‘কফি উইথ করণ-৮’ শুরু হবে খুব শিগগির। সেখানে চমক নিয়ে হাজির হবেন বলিউড তারকা দম্পতি রণবীর-দীপিকা।

আগামী শুক্রবার ২৬ (অক্টোবর) ডিজনি ও হটস্টারে এই শোয়ের প্রিমিয়ার হবে। আর এবার এই শোর শুরুতেই থাকবে বিশেষ চমক। সেখানে দেখা যাবে রণবীর-দীপিকার বিয়ের ভিডিও। এর আগে তারকা এ দম্পতির বিয়ের নানান ছবি সামনে এসেছে। কিন্তু ভিডিও এবারই প্রথম উঠে আসবে অনুরাগীদের সামনে।

২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখাবেন দীপবীর। ৫ বছর আগে নিজেদের সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সব দৃশ্য দেখতে পাবেন অনুরাগীরা। যে বিয়ে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুধু দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবরা। সিন্ধি ও কোঙ্কনি— দুই রীতি মেনে দুদিন ধরে হয়েছিল দীপবীর বিয়ের অনুষ্ঠান।

উল্লেখ্য, সঞ্জয়লীলা বানসালির ২০১৩ সালের ছবি ‘গোলিয়োঁ কি রাসলীলা: রাম-লীলা’-এর ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। ইতোমধ্যে সেই ছবি মুক্তির ১০ বছর পার হয়েছে। রামলীলার পর বানসালির আরও দুটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। একটি ‘বাজিরাও মস্তানি’ অপরটি ‘পদ্মাবত’। একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করার কারণেই দীপিকা-রণবীরের প্রেম আরও গভীর হয়।

Sharing is caring!