আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট পাকিস্তানের

Daily Ajker Sylhet

admin

২৩ অক্টো ২০২৩, ০৬:২৭ অপরাহ্ণ


আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে ভাল শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার। তবে দলীয় ৫৬ রানে ২২ বলে ১৭ রানে আউট হন ইমাম-উল-হক। এরপর ক্রিজে আসেন অধিনায়ক বাবর আজম। তাকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন আবদুল্লাহ শফিক। দলীয় ১১০ রানে ৭৫ বলে ৫৮ রান করেন আবদুল্লাহ শফিক।

তার বিদায়ের পর দ্রুত ফিরে যান মোহাম্মদ রিজওয়ান। এরপর ক্রিজে আসা সৌদ শাকিলকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। দলীয় ১৬৩ রানে ৩৪ বলে ২৫ রান করে সৌদ শাকিল। এরপর ক্রিজে আসা শাদাব খানকে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশত পূরণ করেন পাক অধিনায়ক। তবে দলীয় ২০৬ রানে ৯২ বলে ৭৪ রান করে আউট হন বাবর।

এরপর ক্রিজে আসেন ইফতিখার আহমেদ। শাদাব ও ইফতিখার দুজনেই মারমুখী ব্যাটিং করতে থাকেন। দুজন মিলে ৭৩ রানের জুটি গড়েন। দলীয় ২৭৯ রানে ২৬ বলে ৪০ রান করে ফিরে যান ইফতিখার।

তার বিদায়ের পর ক্রিজে আসেন শাহিন আফ্রিদি। এরপর ইনিংসের শেষ বলে ৩৮ বলে ৪০ রান করে আউট হন শাদাব। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। আফগানিস্তানের পক্ষে নূর আহমেদ নেন ৩টি উইকেট।

Sharing is caring!