Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুখবর পেলো বাংলাদেশ

admin

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৫:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৫:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সুখবর পেলো বাংলাদেশ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
ফিফা বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডে দুই লেগ মিলিয়ে মালদ্বীপকে ৩-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে বিশ্বকাপের প্রাক বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় জামাল ভুঁইয়ারা। এবার আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে বড় সুখবর পেলো বাংলাদেশ ফুটবল দল।

সবশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে বেশ বড় রকমের লাফ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৬ ধাপ এগিয়ে সবশেষ প্রকাশিত তালিকায় ১৮৩তম স্থানে উঠে এসেছে হ্যাবিয়ের ক্যাবরেরার শীর্ষ্যরা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফিফা র‍্যাংকিংয়ের আপডেট করলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে বাংলাদেশের র‍্যাংকিং ছিল ১৮৯।

Manual5 Ad Code

র‍্যাংকিংয়ে সবার ওপরে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে রয়েছে রানার-আপ ফ্রান্স। এছাড়া তিন নম্বরে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চার নম্বরে ইংল্যান্ড ও পাঁচে আছে বেলজিয়াম। শীর্ষ ১০ এ নবম স্থান থেকে একলাফে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে রোনালদো পর্তুগাল। আর ১০ম স্থান থেকে ৮ম স্থানে উঠে এসেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

Manual2 Ad Code

শেয়ার করুন