ফতুল্লায় ভবনের ফ্ল্যাটে ‘রহস্যজনক’ বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ
১৩ মার্চ ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে ‘রহস্যজনক’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফ্ল্যাটটির দরজা-জানালা উড়ে যায় এবং আগুন লেগে যায়। এতে ৩ বছর বয়সের শিশু পুত্রসহ কুলসুম আক্তার নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের হাসপাতালে পাঠায়।
রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মাগরিবের আজানের পরপরই এমএস টাওয়ারের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ সময় আশপাশের অনেকেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তখন ফায়ার সার্ভিস এসে ওই ফ্ল্যাট থেকে গৃহবধূ কুলসুম আক্তার ও তার শিশুপুত্র খালিদকে (৩) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।বিস্ফোরণে ওই ভবনের লিফটের দরজা পর্যন্ত ভেঙে গেছে।
দগ্ধদের এক স্বজন জানান, ওই ফ্ল্যাটে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বা গ্যাস সিলিন্ডার নেই। তারা (দগ্ধ কুলসুম আক্তার) পাইপলাইনের গ্যাস ব্যবহার করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, বিস্ফোরণের বিষয় তদন্ত করে বলতে হবে। তবে ওই ফ্ল্যাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করে বলা যাবে।