সুনামগঞ্জের জন্য আমার আরও বড় স্বপ্ন আছে সেগুলো বাস্তবায়ন করতে চাই: পরিকল্পনামন্ত্রী

Daily Ajker Sylhet

admin

০৫ নভে ২০২৩, ০৬:১৬ অপরাহ্ণ


সুনামগঞ্জের জন্য আমার আরও বড় স্বপ্ন আছে সেগুলো বাস্তবায়ন করতে চাই: পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামের মানুষ হরতাল-অবরোধ চায় না, তারা চায় উন্নয়ন। তারা চায় সুন্দরজীবনযাপন৷ যারা রাজনীতির নামে মানুষকে কষ্ট দিবে, আইনবিরোধী কাজ করে দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের অর্থনীতির ক্ষতি করতে চায় তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে৷ এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বোরোধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের আরও ৯০ দিন বাকি এখন সঠিকভাবে সব বলা যাবেনা। মাঠপর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০ থেকে ৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। যারা নেতিবাচক চিন্তা করছেন তাদের সকল চিন্তা নির্বাচনী জোয়ারে ভেসে যাবে। মানুষ ভোটে যাবেন, ভোট দেবেন, কারণ তারা উন্নয়ন চান।

দ্রব্যমূল্যে নিয়ে মন্ত্রী বলেন, আমরা স্বীকার করছি দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তবে আমরা চেষ্টা করছি সেটা নিয়ন্ত্রণে রাখার।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তার উৎসাহ উদ্দীপনায় আমরা সুনামগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়ন করছি৷ আমাদের যাত্রাপথে কপাটের পরে কপাট খুলছে। আজ মেডিকেল, ধান গবেষণা ইন্সটিটিউট, এরপর বিটাক, আজিজুন্নেছা ভোকেশনাল ইন্সটিটিউট, মুন্সি আরফান আলী ইউসেফ শ্রম ও কর্মসংস্থান ইন্সটিটিউট। সুনামগঞ্জে রেল আসবেই৷ সুনামগঞ্জে আমরা বিমানবন্দর করবো। উড়াল সড়কের কাজ ইতিমধ্যে শুরু হয়েগেছে৷ শুধু কাজ আর কাজ আমাদের কাজের শেষ নেই। সুনামগঞ্জের জন্য আমার আরও স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড.শাহজাহান কবিরের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সিলেট ৫ আসনের সাংসদ হাফিজ আহমেদ মজুমদার, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক ড.মোফাজ্জল হোসেন, উপ-পরিচালক ড. আনোয়ার হোসেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ প্রমুখ।

এরআগে সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রমের সূচনা, কাঠইর, বগলাখাড়া, দরগাহপুর ব্রীজ, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র শান্তিগঞ্জ, মুনসী আরফান আলী ইউসেফ শ্রম ও কর্মসংস্থান ইন্সটিটিউট এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

Sharing is caring!