Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে কোন দল কী অবস্থানে

admin

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৪:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ০৪:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে কোন দল কী অবস্থানে

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :
ধীরে ধীরে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। অবশ্য এখনো গ্রুপ পর্বের খেলা শেষ হয়নি। তবে এরই মাঝে শেষ হওয়ার একটা চিত্র ফুটে উঠতে শুরু করেছে। যেমন ফুটে উঠতে শুরু করেছে কোন কোন দলের খেলা নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। আর কোন কোন দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। আবার একাধিক দল সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রেখেছে।

Manual8 Ad Code

পয়েন্ট টেবিলে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে স্বাগতিক ভারত। সাত খেলায় ১৪ পয়েন্ট তাদের। সমসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২ পয়েন্ট। উভয় দলের এখনো দুটো করে ম্যাচ বাকি। এই দুই ম্যাচের ফল যাই হোক না কেন এই দুই দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে। কোনো অবস্থাতেই তারা শীর্ষ চারের বাইরে যাচ্ছে না।

পয়েন্ট টেবিলে ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে। তাদের এখনো দুটো ম্যাচ বাকি। এই দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান ও বাংলাদেশ। এই দুই ম্যাচের একটাতেই জয় পেলে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। যদি দুই ম্যাচের একটিতেও জয়ের দেখা না পায় সেক্ষেত্রে তাদের অপেক্ষায় থাকতে হবে।

Manual4 Ad Code

নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান- এই তিন দলও সেমিফাইনালের লড়াইয়ে রয়েছে। তিন দলেরই পয়েন্ট ৮। অর্থাৎ সেমিফাইনালের দুই স্থান চূড়ান্ত হয়েছে। বাকি দুই স্থানের জন্য চারটি দল লড়ছে। শেষ ম্যাচে নিউজিল্যান্ড খেলবে শ্রীলংকার বিপক্ষে। পাকিস্তান খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তানের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

Manual8 Ad Code

এসব ম্যাচের ওপর অনেক কিছুই নির্ভর করেছে। যেমন আফগানিস্তানের দুই ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায় তাহলে এক ধরনের পরিস্থিতি তৈরি হবে। হেরে গেলে ভিন্ন পরিস্থিতি। আফগানিস্তান জয় পেলে সেমিফাইনালের লড়াই আরও জমজমাট হয়ে উঠবে।

অন্যদিকে অস্ট্রেলিয়া জয় পেলে তিনটি দলের সেমিফাইনাল নিশ্চিত হবে। বাকি এক স্থানের জন্য নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান লড়বে।

Manual1 Ad Code

নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচও গুরুত্বপূর্ণ। শ্রীলংকা জয় পেলে নিউজিল্যান্ডের সম্ভাবনা অনেকটা কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে পাকিস্তানের সম্ভাবনা বেড়ে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে তখন পাকিস্তান জয় পেতে হবে। আর শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ড জয় পেলে তাদের সম্ভাবনা বাড়বে। সে সময়ে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান শুধু জয় পেলে হবে না রানরেটও মাথায় রাখতে হবে। ফলে এখন সেমিফাইনালের দৌড়ে থাকা প্রত্যেকটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। নিজের জন্য যেমন তেমনি অন্য দলের জন্যও।

শেয়ার করুন