Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ০৭:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ০৭:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
পাঁচ জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের পাঁচটি জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানকে বদলি করে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানকে হবিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলমকে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

Manual8 Ad Code

ইসি জানায়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৬ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ১৯ মার্চ তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

Manual4 Ad Code

শেয়ার করুন