তেল-বিদ্যুৎ-পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে

Daily Ajker Sylhet

admin

১৩ মার্চ ২০২৩, ১২:৩৪ অপরাহ্ণ


তেল-বিদ্যুৎ-পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে

স্টাফ রিপোর্টার:
ভোজ্যতেল, জ্বালানি তেল, বিদ্যুৎ, পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতার সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গরম আসছে, সেই সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। গ্রামেও বিদ্যুতের চাহিদা বাড়ছে। সেজন্য সবাইকে বলব বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হবেন।

৭০টি দেশে আমাদের সবজি রপ্তানি হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। এখনও ঘটছে। এসবের জন্য সাময়িক সমস্যা হতে পারে। তবুও আমাদের এগিয়ে যেতে হবে।’

‘আমাদের সাময়িক কোনো সমস্যা হলে জনগণ তা মোকাবিলা করবে। ১৯৭৫-এর পর এখন দেশের নির্বাচন ব্যবস্থা অনেক ভালো। এখন ভোট চুরির সুযোগ নেই। ছবিসহ ভোটার তালিকা করেছি। সিল মেরে ব্যালট ভরার সুযোগও নেই।’

Sharing is caring!