এবার গণভবনে সাকিব

Daily Ajker Sylhet

admin

২৬ নভে ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ


এবার গণভবনে সাকিব

স্পোর্টস ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কয়েকদিন আগে দেখা করেন সাকিব আল আসান।

এবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলেন তিনি। তবে এটি কোনো দ্বিপাক্ষিক সাক্ষাৎ নয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের জন্য তাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সাকিব নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের হয়ে তিন আসনে (মাগুরা ১,২ ও ঢাকা ১০) মনোনয়ন সংগ্রহ করেছেন।

এ উপলক্ষেই গণভবনে গিয়েছেন সাকিব আল হাসান। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি গণভবনে প্রবেশ করেন। সাকিবসহ ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীরা রোববার সেখানে হাজির হন।

Sharing is caring!