বিয়ানীবাজারের মেয়র ফারুককে বহিষ্কারাদেশ প্রত্যাহার
১৩ মার্চ ২০২৩, ০৭:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে ফারুকুল হক দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করে বিজয়ী হন। এ কারনে তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।
তিনি বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রলীগের রাজনীতির সময় প্রতিপক্ষ দলের হামলায় রক্তাক্ত জখম হন ফারুক।
এদিকে ১৩ মার্চ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। ফারকুল হকের কাছে প্রেরিত পত্রে ওবায়দুল কাদের লিখেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতার অভিযোগে আপনাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়। আপনার বিরুদ্ধে আনীত সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থণা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে জড়িত হবেননা মর্মে লিখিত অঙ্গিকার ব্যক্ত করেছেন।
এমতাবস্থায় গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ধারা মোতাবেক আপনার প্রতি ক্ষমা প্রদর্শণ করা হলো।
পত্রের অনুলিপি আওয়ামীলীগের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারকুল হকের অব্যাহতি প্রত্যাহার হওয়ায় তার অনুসারী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা গেছে।
মেয়র ফারুকুল দলের এমন সিদ্ধান্তে সভানেত্রী, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।