Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

Manual4 Ad Code

সোমবার (৪ ডিসেম্বর) আদালতের আদেশ অমান্য করার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে ক্ষমা প্রার্থনা করেন তারা।

পরে আদালত তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। সেই সঙ্গে আদেশ বাস্তবায়নের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। ওইদিন পরবর্তী শুনানি হবে।

Manual1 Ad Code

এর আগে গত ২০ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ আগামী ৪ ডিসেম্বর তাদের সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলেন। সেদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল। বিবাদীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

Manual4 Ad Code

শেয়ার করুন