Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন দেখতে গিয়ে বাসচাপায় ভাই-বোনের মৃত্যু

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রেন দেখতে গিয়ে বাসচাপায় ভাই-বোনের মৃত্যু

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে বাসচাপায় ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরেক শিশু গুরুতর আহত হয়েছে। সে এখন মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এ ঘটনায় রাস্তার দুইপাশে দীর্ঘ যানজটে নাকাল হন যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচল স্বাভাবিক করেন।

নিহত দুই শিশুর পরিচয় ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিন মেয়ে সাবা রহমান (৮) ও ছেলে আব্দুল রহমান (৬)। এছাড়া, গুরুতর আহত শিশুর পরিচয় আব্দুল গফুরের মেয়ে নুসরাত জাহান (৫)।

Manual3 Ad Code

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে বের হয় ওই ৩ ভাই-বোন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস এসে তাদেরকে চাপা দেয়। সাবা রহমান ও আবদুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় আহত হয় চাচাত বোন নুসরাত জাহান।

আহত শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।

Manual6 Ad Code

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত ২ শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন