বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Daily Ajker Sylhet

admin

১৬ ডিসে ২০২৩, ০৩:০৪ অপরাহ্ণ


বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
আজ ১৬ ডিসেম্বর। বাঙালির হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের পূর্ণতা প্রাপ্তির ঐতিহাসিক এক দিন। মুক্তিযুদ্ধের বিজয়ের ৫২ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণ। ৫৩ তম মহান বিজয় দিবস। বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে ৫২ বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

শনিবার ভোরে বিয়ানীবাজার পৌরশহরের কেন্দ্রীয় স্মৃতি সৌধে সকল বয়সী মানুষ ফুলেল শ্রদ্ধা জানানোর পর শহীদদের আত্মার মাগফেলার কামনা করেন।

শহীদ বেদিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা পরিষদ ও প্রশাসনের দায়িত্বশীলদের নিয়ে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জেলা পরিষদ, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা জাতীয় শ্রমিক লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ, বিয়ানীবাজার প্রেসক্লাব, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড, বিয়ানীবাজার প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি  বিয়ানীবাজারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন।

শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Sharing is caring!