Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৭ জানুয়ারি ভোট দেবার সুযোগ এসেছে: গণসংযোগে ড. মোমেন

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ | ০১:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ | ০১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
৭ জানুয়ারি ভোট দেবার সুযোগ এসেছে: গণসংযোগে ড. মোমেন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আমাদের সবার সামনে সুযোগ এসেছে ভোট দেবার। বিএনপি এখন নানা ফন্দি-ফিকির করে ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। অবরোধ অসহযোগ আন্দোলনের নামে অপরাজনীতি করছে। তাদের এ ষড়যন্ত্র সফল হবেনা। জনগণ তাদের পবিত্র আমানত ভোট প্রদান করে আওয়ামী লীগকে আবার বিজয়ী করবে।’

শুক্রবার ( ২২ ডিসেম্বর) সিলেটের বিভিন্ন জায়গায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

Manual5 Ad Code

ড. মোমেন বলেন, ‘শেখ হাসিনা সরকার দলমত উর্ধ্বে সবার জন্য সেবা, উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ সরকার দারিদ্র বিমোচনের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে। তাই বিএনপি’র জ্বালাও-পোড়াও মানুষ হত্যার রাজনীতিকে জনগণ প্রত্যাখান করবে।’

এর আগে সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা ইজতেমা মাঠে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন ড. মোমেন। সেখানে তিনি আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার জন্য মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা চান। সেইসাথে সিলেটকে একটি আলোকিত স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সকলের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান এমপি, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়রম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

এরপর বিকালে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে রাজার গাঁও-এ হাটখোলা ইউনিয়ন স্পোর্টস একাডেমি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন । ২ নং হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরন মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটখোলা আওয়ামী লীগের সভাপতি মোশাহিদ আলী, ৪ নং ওয়ার্ডের মেম্বার কামরান আহমেদ, মেম্বার মনোয়ার হোসেন লিটু, মেম্বার আলকাছ আলী, স্পোর্টস একাডেমির সভাপতি লায়েক আহমেদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।

 

এরপর সাড়ে ৬ টায় সন্ধ্যায় ৬ নং টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় যোগ দেন এবং লিফলেট বিতরণ করে নির্বাচনি প্রচারণা চালান। সিলেট সদর আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক, সিসিক কাউন্সলর জগদীশ চন্দ্র দাশ, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরণ মিয়া, আওয়ামী নেতা মো. শাহনুর প্রমুখ।

Manual2 Ad Code

 

এরপর রাত ৮ টায় সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগ দেন। ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বষিয়ক সম্পাদক তপন মিত্র, আব্দুল আজিজ জুনেল, ওয়ার্ড যুবলীগের সভাপতি এম এ মতিন, সাইফুল আলম কয়েস, লিয়াকত হোসেন, কামাল আহমদ, সুজন মাহমুদ, বাহার মিয়া , ওসমান গণি, এনাম আহমদ, রাহি আহমদ প্রমুখ। এ সময় ড. মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালীঘাট শ্রমিক কল্যাণ সমিতি, চাউল বাজার সমিতি, কিশোরগঞ্জ সমিতি, সিডিসি মহিলা নেতৃবৃন্দ।

 

Manual1 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ নগরীর সওদাগরটুলা যুব সমাজ আয়োজিত সভায় যান। ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহিলা কাউন্সিলর শাহনারা বেগম, এলাকার বয়োজ্যেষ্ঠ আখতার হোসেন, মঈনুল ইসলাম, সাজ্জ্বাদুর রহমান সাজ্জ্বাদ প্রমুখ।

শেয়ার করুন