সিলেটে আবাসিক হোটেলে নারী-পুরুষের আস্তানা, অভিনব প্রতারণার ফাঁদ!

Daily Ajker Sylhet

admin

২৪ ডিসে ২০২৩, ০২:১৭ অপরাহ্ণ


সিলেটে আবাসিক হোটেলে নারী-পুরুষের আস্তানা, অভিনব প্রতারণার ফাঁদ!

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর এক আবাসিক হোটেল থেকে নারীসহ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর দরগা গেইটের পূর্ব পাশে হোটেল রাজরানীতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশের এই ইউনিট। এসময় আটকৃতদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা, মোবাইলফোন, আইডি কার্ডের কপি জব্ধ করা হয়।

আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫) ও মুন্নী আক্তার (১৮)।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ‘এই প্রতারক চক্র দীর্ঘদিন যাবত সিলেট শহরের বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ জনগণকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগকারীসহ ৩৫৪ জনের কাছ থেকে ২লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়।’

আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

Sharing is caring!