তিন ধাপে পাঁচ সিটি নির্বাচন : ইসি সচিব
১৫ মার্চ ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে আগামী মে-জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে মোট ৩ ধাপে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। এপ্রিলে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।।
বুধবার (১৫ মার্চ) ১৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটিতে তিন ধাপে ভোটগ্রহণ করা হবে। ঈদ-উল আজহার আগে মে থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে।
তিনি বলেন, কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে ৭ জুলাই থেকে। এজন্য এসএসসি পরীক্ষার পর ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
জাহাংগীর আলম বলেন, তফসিলের সময় কোনটা কোন তারিখে হবে তা জানানো হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।
সবগুলো নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।