বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
৩১ ডিসে ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ জাফরী।
বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি কলামিস্ট মো. আতাউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, লন্ডন সিটির কাউন্সিলর কবির মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আগামী প্রজন্ম পত্রিকার সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সদস্য আবুল হাছান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সহ-সভাপতি ছামিয়ান রহমান, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য রুহেল আহমদ, জসিম আহমদ প্রমুখ।