Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনির রহস্যময় স্ট্যাটাস, যা বললেন রাজ

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
পরীমনির রহস্যময় স্ট্যাটাস, যা বললেন রাজ

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার অনেক তারকাকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যু নিয়ে নিজের মতামত শেয়ার করেন। তবে এ ক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম চিত্রনায়িকা পরীমনি।

কোনো লুকোচুরি নেই, সরাসরি কথা বলতে ভালোবাসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। তবে এবার একটু রহস্য রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও কাকে যেন খোঁচা দিলেন। আর তাতে ইন্ধন জোগালেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।

বৃহস্পতিবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কারও নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোকদেখানো নকল মানুষ না।’

এদিকে পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমরা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’

Manual3 Ad Code

রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’

পরীমনির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’

Manual5 Ad Code

স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারও নাম উল্লেখ করেননি এই তারকা। কদিন আগেই পরী-রাজ দম্পতি একমাত্র সন্তানের বয়স সাত মাস পূর্ণ হয়েছে। রাজ কাজে ব্যস্ত থাকলেও আপাতত ছেলে রাজ্যকে নিয়েই সব ব্যস্ততা দেখা যায় পরীকে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

শেয়ার করুন