সিলেটে খাটের নিচে পাওয়া গেলো চৌদ্দটি রাম দা, আটক ১
১৩ জানু ২০২৪, ০৬:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেটে চৌদ্দটি রাম দাসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সকালে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া গ্রামের একটি কলোনি থেকে এসব রাম দা জব্দ ও অভিযুক্তকে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ মিয়া (২৪) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দেউহন্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি হাজীপাড়ার আবুল মিয়ার কলোনিতে একটি কক্ষে ভাড়াটে থাকতেন।
এসব বিষয় নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, এয়ারপোর্ট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ মিয়ার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে বিভিন্ন সাইজের ১৪টি দেশীয় অস্ত্র (রাম দা) জব্দ করে। এসময় আব্দুল্লাহকে আটক করলেও ৬/৭ জন দৌঁড়ে পালিয়ে যায়।
পরে আব্দুল্লাহ’র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।