Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রভাষক জহির উদ্দিন

admin

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪ | ০৫:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ | ০৫:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রভাষক জহির উদ্দিন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার প্রস্তুতি নিচ্ছেন প্রভাষক মো: জহির উদ্দিন।

তিনি সিলেটের এমসি কলেজ থেকে বাংলা সাহিত্যে এমএ এবং সিলেট ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। বর্তমানে বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্টান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি ছাত্রবস্থায় বিয়ানীবাজার ছাত্রলীগের উপজেলা পর্যায়ের প্রথম সারির নেতা ছিলেন।

Manual4 Ad Code

একজন পরোপকারি সমাজহিতৈষি ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তিনি সুপরিচিত।

Manual5 Ad Code

সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: জহির উদ্দিন বলেন, বিভিন্নমহল থেকে নির্বাচন করার তাগিদ আসছে। অনেক শুভাকাংখি আমাকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন। আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে আগ্রহী। পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকলে ইনশাল্লাহ নির্বাচন করবো।

Manual8 Ad Code

শেয়ার করুন