সিলেট বিভাগের শ্রেষ্ঠ ছাতকের তামিলকারী অফিসার মারুফ
২৫ জানু ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি:
সিলেট বিভাগীয় শ্রেষ্ট সর্ব্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হলেন সুনামগঞ্জের ছাতক এএসআই মো. মারুফ আল মুকিত। সকল ক্যাটাগরিতে সবার আগে তার অবস্থান হওয়ায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
এছাড়া বিভাগের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও স্ক্রুলেস মামলা উদঘাটন কারী ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার।
বুধবার (২৪জানুয়ারী) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পুলিশ রেঞ্জ ডিআইজি সিলেটের উদ্যোগে বিভাগীয় সদর দপ্তরের হলরুমে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেয়া হয় এবং নির্বাচিতদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
সিলেটের ডিআইজি শাহ্ মিজান শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কর্মকর্তাবৃন্দ।
ছাতক জানান, এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন অফিসারদের দিক নির্দেশনা নিবিড় তদারকিসহ ছাতক দোয়ারাবাজার থানার দুই থানার অফিসার ইনচার্জ সহ সকল পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে বলে জানান এই পুলিশ অফিসার। এসময় তিনি সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সকল অফিসারগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।