Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত ডিআইজি হলেন উপ-পুলিশ কমিশনার আজবাহারসহ সিলেটের ৮ কর্মকর্তা

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ০৫:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ০৫:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
অতিরিক্ত ডিআইজি হলেন উপ-পুলিশ কমিশনার আজবাহারসহ সিলেটের ৮ কর্মকর্তা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১৪০ কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন সিলেটে কর্মরত ৮ জন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি হওয়া সিলেটের পুলিশ কর্মকর্তারা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম), এসএমপি’র উপ-কমিশনার তোফায়েল আহমেদ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ, এসএমপি’র উপ-কমিশনার মোহা. সোহেল রেজা, সিলেট অঞ্চল হাইওয়ে পুলিশের এসপি মো. শহিদ উল্লাহ, সুনামগঞ্জ জেলাপুলিশের এসপি মোহাম্মদ এহসান শাহ, শিল্পাঞ্চল পুলিশ সিলেট জোনের এসপি মো. রওশনুজ্জামান সিদ্দিকী ও সিলেট (মেট্রো) সিআইডি’র বিশেষ এসপি সুজ্ঞান চাকমা।

Manual7 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে- ১৪০ পুলিশ সুপারকে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে (গ্রেড-৪) পদোন্নতি দেওয়া হলো। তাছাড়া যেসব কর্মকর্তা মিশন, শিক্ষাছুটি, প্রেফা ও লিয়েনে কর্মরত আছেন সে সব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

Manual7 Ad Code

পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারারি পদের মেয়াদ হবে এক বছর।

Manual2 Ad Code

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে- পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন