Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিবকে ব্যবহার করে: অপু

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ০৪:২৯ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ০৪:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিবকে ব্যবহার করে: অপু

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
বিবাহ বিচ্ছেদের পরেও এখনো শাকিব খানের সঙ্গে সম্পর্ক আছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানকে প্রশংসা করতে দেখা যা তাকে।

সম্প্রতি আবারও সাবেক স্বামীকে নিয়ে মুখ খুললেন অপু। এক অনুষ্ঠানে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ককে নিয়ে তিনি বলেন, আজকের অপু বিশ্বাস হওয়ার পেছনে শাকিব খানের অবদানই সবচেয়ে বেশি।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘আমি যতটুকু কাছ থেকে শাকিবকে দেখেছি, এখনো যতটুকু জানি, চলচ্চিত্র নিয়ে অন্য ধরণের স্বপ্ন সবসময়ই লালন করে তিনি। তার মতে, চলচ্চিত্রকে যদি আমি চেঞ্জ করতে পারি তা হলে আমি আমার দেশকে প্রেজেন্ট করতে পারি। অনেক সময় ট্রলের শিকার হতে হয়েছে; ভালো-মন্দের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও শাকিব ভেঙে পড়েনি। এটাসহ তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’

Manual2 Ad Code

এই নায়িকা বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি। এক বাক্যে বলব, আমার অপু বিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি। অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল। আর অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিব খানকে ব্যবহার করে, তার সুযোগ নিয়ে।’

Manual6 Ad Code

তিনি বলেন, ‘একজন চিত্রনায়ক শাকিব খান আমার কো-আর্টিস্ট। আমার বেশি সংখ্যক সিনেমা তার সঙ্গেই হয়েছে। তাকে আমি অভিনন্দন জানাব।’

Manual3 Ad Code

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এর পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। এর এক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি। তবে সন্তানের কারণে এখনও দু’জনের যোগাযোগ হয় নিয়মিত।

শেয়ার করুন