অবরোধে সিলেটে তৎপর ছাত্রদল
৩১ অক্টো ২০২৩, ০৫:২১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে সিলেটে ছাত্রদল ব্যাপক তৎপরতা চালিয়েছে।
মঙ্গলবার সকালে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা দক্ষিণ সুরমা এলাকায় অবরোধ কর্মসূচীতে গাড়ি ভাংচুর, রেল লাইনে আগুন ও সড়কে ড্রাম ফেলে গাড়ি আটকে দেয়। এসময় সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে প্রথমেই সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় গাছ ফেলে অবরোধ করে রাখে ছাত্রদল। পরে একই সড়কের আরেকটি জায়গায় বড় বড় ড্রাম ফেলে গাড়ি আটকিয়ে ভাংচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা।
অবরোধ চলাকালে নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিবার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আফসান। এসময় সিলেট ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রদলের আরেকটি অংশ দক্ষিণ সুরমার পারাইর চক এলাকায় রেল লাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তবে বিভিন্ন জায়গায় ছাত্রদলের এমন তান্ডবের পরপরই পুলিশ আসলে নেতাকর্মীরা সটকে পড়ে।