Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় রেহাই পায়নি জাতিসংঘ ভবনও

admin

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০১:১৬ অপরাহ্ণ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০১:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
ইসরাইলি হামলায় রেহাই পায়নি জাতিসংঘ ভবনও

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক :
হামাসের হামলার জবাবে গাজায় নির্বিচার বোমা বর্ষণ করছে ইসরাইল। সেই হামলা থেকে রক্ষা পায়নি সেখানে জাতিসংঘ ভবনও। পাশের ভবনে চালানো হামলায় জাতিসংঘ ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকায় সংস্থাটির ১৮টি ভবন রয়েছে বলে জানানো হয়েছে।

Manual1 Ad Code

আল জাজিরা জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, কাছাকাছি ভবনে বিমান হামলার কারণে তাদের সদর দপ্তরের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজায় অবস্থিত জাতিসংঘের সকল আন্তর্জাতিক কর্মী একই কম্পাউন্ডের মধ্যে অন্য একটি ভবনে আশ্রয় নিচ্ছেন।

Manual8 Ad Code

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউএনআরডব্লিউএ এই ঘটনায় তাদের কোনো কর্মীর হতাহতের কথা বলেনি। তবে গত ৭ অক্টোবর থেকে সংস্থাটির দুইজন কর্মী এবং পাঁচজন ইউএনআরডব্লিউএ ছাত্র নিহত হয়েছেন।

Manual1 Ad Code

ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজার অভ্যন্তরে বাস্তুচ্যুত হওয়া ১ লাখ ৮৭ হাজার ৫০০ জনের মধ্যে ১ লাখ ৩৭ হাজারের বেশি গাজাজুড়ে ইউএনআরডব্লিউএ-এর ৮০ টিরও বেশি স্কুলে আশ্রয় নিচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাস্তুচ্যুত বেসামরিক লোকদের আশ্রয় দেওয়া স্কুলসহ অন্তত ১৮টি ইউএনডব্লিউআরএ ভবন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন