Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসি ভবনের সামনে হাতাহাতি, আটক ২

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০১:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০১:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
ইসি ভবনের সামনে হাতাহাতি, আটক ২

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে কথা কাটাকাটির জেরে নৌকা ও বিদ্রোহী- দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে এই হাতাহাতির ঘটনা ঘটে।

সূত্র জানায়, কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাইম হাসান প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিতে ইসিতে আসেন। ১ শতাংশ ভোটারের তথ্য সংক্রান্ত গরমিলে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

Manual8 Ad Code

প্রার্থিতা ফেরতের শুনানির উদ্দেশে তিনি নির্বাচন কমিশনের ফটক দিয়ে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ দুজনকে আটক করে।

Manual1 Ad Code

শেয়ার করুন