Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির বিজেপি?

admin

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ০৬:১১ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৪ | ০৬:১১ অপরাহ্ণ

ফলো করুন-
একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির বিজেপি?

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাত দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ গত শনিবার সম্পন্ন হয়। এরপর আজ মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত, প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৭ আসনে এগিয়ে আছে। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া ২২৮ আসনে এগিয়ে।

Manual7 Ad Code

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ‘আব কি বার, চারশ পার’ (এবারে চারশ ছাড়িয়ে যাব) স্লোগান দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, তখন তিনি তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য ৪০০ টিরও বেশি আসনে জয়ী হওয়ার লক্ষ্য রেখেছিলেন। তবে এই জোট যে রেকর্ড এত সংখ্যক আসন পাচ্ছে না তা এতক্ষণে স্পষ্ট হয়েছে।

যদিও প্রাথমিক গণনার প্রদর্শিত ফল অনুযায়ী এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু জোটের প্রধান শরিক দল বিজেপি সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে।

এখন পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে, এনডিএ ২৪ আসনে জয় পেয়েছে। এককভাবে বিজেপি জিতেছে ২১ আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোট জিতেছে ৯ আসনে। এককভাবে কংগ্রেস জয় পেয়েছে সাত আসনে।

Manual6 Ad Code

ভারতের ৫৪৩ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন।

Manual8 Ad Code

শেয়ার করুন