Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এমসি কলেজের পাশ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১২:০০ অপরাহ্ণ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১২:০০ অপরাহ্ণ

ফলো করুন-
এমসি কলেজের পাশ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
এমসি কলেজের পাশের নর্দমা থেকে এক ব্যক্তির খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি টুকরো টুকরো করে দুটি বস্তায় ভরে নর্দমায় ফেলে রাখা ছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

রণজিত দাস (৬৫) নামের ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের ৫ দিন পর তার খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় নগরীর বাদামবাগিচা এলাকার আবদুল মালেক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

নিহত রণজিত দাস সিলেট মহানগরীর দুসকি এলাকার বাসিন্দা। শুক্রবার নিখোঁজের পর তার ছেলে শংকর দাস জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

Manual3 Ad Code

পুলিশ জানায়, নর্দমা থেকে প্রচন্ড দুর্গন্ধ ভেসে আসছে টের পেয়ে এলাকার লোকজন পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় রণজিত দাসের খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

Manual5 Ad Code

শেয়ার করুন