Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় এমপি নাদেলকে গণসংবর্ধনা

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:২৫ অপরাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় এমপি নাদেলকে গণসংবর্ধনা

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া এলাকাবাসীর উদ্যোগে কুলাউড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিংগাজিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কারী মো. কনাই মিয়ার সভাপতিত্বে ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজুর রহমান আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual4 Ad Code

বক্তব্যে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নে জোরালো ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, সমাজসেবক ও পীরে কামেল বিশকুটি (র.)-এর দৌহিত্র মাওলানা আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, বাংলাদেশ হিন্দু মহাজোট কুলাউড়া উপজেলার সভাপতি দেবব্রত দাস বাবলু, ইউপি সচিব সাবেক যুবলীগ সভাপতি রকিবুর রহমান রুকু, হিংগাজিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুন্তাকিম, হিংগাজিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা যুবলীগ নেতা ইন্দ্রজিৎ ভট্রাচার্য, শামসুদ্দিন ফজর, ফখরুল ইসলাম, শেফুল আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

পরে হিংগাজিয়া এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি নাদেলকে সম্মাননা ক্রেস্ট ও প্রতীকী নৌকা উপহার দেওয়া হয়।

শেয়ার করুন