কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

Daily Ajker Sylhet

admin

২৪ মে ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ণ


কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আদিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

আদিয়ান ওই এলাকার প্রবাসী আতিকুল হোসেন ইমনের ছেলে। সে রবিরবাজার পুষ্প-নিকেতন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে শিশু আদিয়ানের দাদা মছলু মিয়া জানান, বুধবার সকালে শিশু আদিয়ানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজের বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত পুকুর থেকে তার দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশু আদিয়ানকে মৃত ঘোষণা করেন।

 

Sharing is caring!