Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ‘বিষপানে’ উর্মিলার মৃত্যু

admin

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৬:১১ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ০৬:১১ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় ‘বিষপানে’ উর্মিলার মৃত্যু

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় উর্মিলা লামিং (২১) নামে এক কিশোরীর বিষপানে মৃত্যু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

উর্মিলা উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জির রাজুর মেয়ে।

Manual5 Ad Code

পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস জানান, গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে উর্মিলা বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

এসআই পরিমল আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন