কুলাউড়ায় মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ২

Daily Ajker Sylhet

admin

১৫ মার্চ ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ণ


কুলাউড়ায় মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ২

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ফেনসিডিল সেবনকালে ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে ছাত্রদল নেতাসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকায় একটি বসতবাড়ি থেকে তাদের আটক করে লালারচক বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটকরা হলেন- কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিংরাউলী গ্রামের বাসিন্দা মো. মোত্তাকিনের ছেলে ইজাজ নিসার মুন (৩২) ও শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা তরমুজ আলীর ছেলে মো. মোখলেস আলী (২০)।

তাদের মধ্যে মুন শমসেরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

লালারচক বিওপির নায়েব সুবেদার মো. আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে লালারচক গ্রামে ওয়াজ কুরুনি নামে এক ব্যক্তির বসতঘরে মাদকসেবন চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মুন ও মোখলেসকে মাদকসেবন অবস্থায় আটক করে ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওয়াজ কুরুনি পালিয়ে যান। পরে আটকদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

আটকদের মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

Sharing is caring!