কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

admin

১৬ অক্টো ২০২৩, ০৩:০৩ অপরাহ্ণ


কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বাছিত মিয়া (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাছিত ওই গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।

 

কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার বাছিতের পরিবারের বরাত দিয়ে জানান, নিত্যদিনের মতো রোববার রাতে বাছিত মিয়া রাতের খাওয়াদাওয়া শেষে বাহিরে যান। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজতে থাকেন। একপর্যায়ে সোমবার ভোর ৫টার দিকে তাদের বাড়ির পাশের একটি গাছে বাছিতকে ঝুলে থাকতে দেখেন।

তিনি আরও জানান, সকাল ১০টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

Sharing is caring!