কুশিয়ারা থেকে লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

admin

২৫ অক্টো ২০২৩, ০৪:৩২ অপরাহ্ণ


কুশিয়ারা থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটের বালাগঞ্জের কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে বালাগঞ্জ বাসষ্টেশন সংলগ্ন খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবসী সুত্রে জানা যায়, বুধবার সকাল ৯ টার দিকে বালাগঞ্জ বাসষ্টেশন খেয়াঘাটে মরদহটি দেখতে পেয়ে বালাগঞ্জ থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদহটি উদ্ধর করে ময়নাতদন্তের জন্যসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী বিষটি নিশ্চিত করে বলেন, বুধবার কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুই সাপ্তাহ আগে ব্যক্তিটি মারা গেছেন।

Sharing is caring!