Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র মঞ্চের মিছিল, নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০১:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
গণতন্ত্র মঞ্চের মিছিল, নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর তোপখানা রোড়ের মেহেরবা প্লাজার সামনে থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে এসে শেষ হয়।

এসময় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে মঞ্চের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।

Manual1 Ad Code

সরেজমিনে দেখা গেছে, মিছিলটি মেহেরবা প্লাজার সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এলে প্রথমে ‘২৮শে অক্টোবর বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্তৃক ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে’ সেগুনবাগিচা কাঁচাবাজার দোকান মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ী পরিচয়ে মানববন্ধনকারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরপর মিছিলটি পুনরায় মেহেরবা প্লাজার দিকে এগিয়ে যেতে থাকলে প্রেস ক্লাবের সামনে উপস্থিত পুলিশের কয়েকজন সদস্য গণতন্ত্র মঞ্চের ব্যানার টেনে নিয়ে যেতে চায় এবং মিছিল সামনে নিয়ে যেতে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।

সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সফলভাবে সর্বাত্মক অবরোধ পালন করছে জনগণ। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে সরকার। এটা করে কোনোভাবেই আন্দোলন দমন করা যাবে না।

Manual4 Ad Code

তিনি বলেন, পুলিশ আমাদের প্রতিরোধ করছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাববেন না।

ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে দেশের মানুষ আজ একাট্টা উল্লেখ করে সাকি বলেন, তারা এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তারা এই ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থার বদল করে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বন্দোবস্ত করতে চায়। তার জন্য এই রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের সংস্কার করে সব দল গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেবে, সেই ব্যবস্থা আমরা করব।

মানুষ যখন আন্দোলন করছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তখন তারা ভয়ে গণসমাবেশগুলোতে হামলা করছে বলে দাবি করেন জোনায়েদ সাকি। বলেন, গত ২৮ অক্টোবর সব বাধা, পথে পথে চেকপোস্ট, সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া, গ্রেপ্তারসহ সব অত্যাচারের পরও যখন লাখ লাখ মানুষ গণসমাবেশে জড়ো হচ্ছে তখন এই ফ্যাসিবাদী সরকার তার নানা রকম এজেন্টদের দিয়ে সমাবেশকে পণ্ড করার জন্য পরিকল্পিতভাবে সহিংসতা তৈরি করেছে।

Manual8 Ad Code

এসময় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন প্রমুখ।

Manual8 Ad Code

শেয়ার করুন