Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকসহ নিহত ৩

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ১১:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকসহ নিহত ৩

Manual6 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- উপজেলার পোনা গ্রামের রাজামিয়া ফকিরের ছেলে আব্দুর রহিম, লোকমান শেখের ছেলে নবীর শেখ ও ফরিদপুর আলফাডাঙ্গার হেলেন্সা গ্রামের সাইদুল হকের ছেলে মো. হাসিব। মো. হাসিব স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।

Manual6 Ad Code

কাশিয়ানি ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহন নামের একটি বাস কাশিয়ানির পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল ও বাইসাইকেলে থাকা মাদরাসার শিক্ষকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন