গোয়াইনঘাটে ভারতীয় মদসহ মাদককারবারী গ্রেপ্তার

Daily Ajker Sylhet

admin

১৪ মার্চ ২০২৩, ১২:৫০ অপরাহ্ণ


গোয়াইনঘাটে ভারতীয় মদসহ মাদককারবারী গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ১১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ম্যাগডোয়েল মদ ৩ বোতল বিয়ারসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মাদককারবারী নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বগাদি গ্রামের শাহ আমির আলীর ছেলে মো.সজীব (২৫)।

সোমবার (১৩ মার্চ) বিকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের আনফরের ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই মিহির চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযানে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের আনফরের ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা এলাকায় আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে গোয়াইনঘাট পুলিশ সর্বদাই আন্তরিক ভাবে কাজ করছে। ধৃত মাদককারবারী সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।

 

Sharing is caring!