Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতার আবেদন

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ০১:০৮ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ০১:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতার আবেদন

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:

Manual8 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ও পুর্ণানগর গ্রামের দিনমজুর নজরুল ইসলামের মেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ২০ দিন থেকে দিনমজুর বাবা মিনহার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে ব্যার্থ হচ্ছেন।

জানা যায়, পুর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মিনহা (৯) প্রায় ২০ দিন পূর্বে স্কুল ছুটির পর সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইনঘাট ব্রীজ সংলগ্ন সড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়। যে গাড়ির সাথে মিনহার দূর্ঘটনা হয় সে গাড়ীর সন্ধান এখনো মিলেনি। শিশু মিনহা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে এখনো ভর্তি রয়েছে। সে পুর্ণানগর গ্রামের দিনমজুর নজরুল ইসলাম এর মেয়ে। আর্থিক অক্ষমতায় চিকিৎসা করানো যাচ্ছেনা। এমতাবস্থায় সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মিনহার পিতা নজরুল ইসলাম।

Manual1 Ad Code

কেউ সাহায্য পাঠাতে চাইলে মিনহার পিতার নিন্মলিখিত বিকাশ নাম্বারে পাঠাতে পারেন। বিকাশ নাম্বার 01308249265।

Manual3 Ad Code

শেয়ার করুন