গোলাপগঞ্জে ভাইয়ের স্ত্রীর প্রতি কুনজর, অতপর …

Daily Ajker Sylhet

admin

২০ মে ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ


গোলাপগঞ্জে ভাইয়ের স্ত্রীর প্রতি কুনজর, অতপর …

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীর দায়ের করা মামলায় আলী হোসেন (৪০) নামের একজন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ গ্রামের মৃত নমির আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে আলী হোসেন তার আপন ছোট ভাইয়ের বউয়ের দিকে খারাপ নজর দিয়ে আসছিলেন। এ নিয়ে কয়েক দফা ঘরোয়া সমাধানে চেষ্টা করেও লাভ হয়নি। পরে ২০২২ সালের ২৪ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন তিনি।

মামলা দায়েরের পর থেকে আলী হোসেন পলাতক ছিলেন। পর্যায়ক্রমে আদালত তার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযানে নামে এইবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!