Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাফলংয়ে অগ্নি কাণ্ডে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

admin

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ০৩:৫৬ অপরাহ্ণ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ০৩:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
জাফলংয়ে অগ্নি কাণ্ডে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চার জন।

Manual7 Ad Code

রবিবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

Manual5 Ad Code

অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলেন, জেসমিন আক্তার (৩০) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১২)। আহতরা হলেন, জেসমিন আক্তারের স্বামী ইয়াকুব মিয়া, শাশুড়ি এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ।

Manual4 Ad Code

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

Manual7 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।

তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন