টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে হৃদয়

Daily Ajker Sylhet

admin

৩১ অক্টো ২০২৩, ০২:২৮ অপরাহ্ণ


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে হৃদয়

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর টানা পঞ্চম হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশ। সেইসঙ্গে সেমিফাইনালে খেলার আশাও শেষ টাইগারদের। তবুও জয় পেতে মুখিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। শেখ মেহেদির পরিবর্তে একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়।

অপরদিকে, টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাবর আজমের দল। সেমিফাইনালের লড়াইয়ের টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না পাকিস্তান। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাবর আজমের দল।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ফকর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

Sharing is caring!