Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

admin

প্রকাশ: ০৪ জুন ২০২৩ | ০১:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ০১:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৪ জুন) সকাল দশটার দিকে উপজেলার তেতলী ইউনিয়নের অতিরবাড়ি নামকস্থানে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর আহত হন বলে জানা গেছে। এ ঘটনায় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে একটি ট্রাক ময়মনসিংহ এবং অপর ট্রাক সিলেট শহরগামী ছিল। মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহগামী ট্রাকের চালক গাড়িতে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। ওই ট্রাক চালকের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

Manual5 Ad Code

এ ঘটনায় মোট ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানায় পুলিশ। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

Manual5 Ad Code

সকাল সাড়ে দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ওই এলাকা দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

শেয়ার করুন