দক্ষিণ সুরমায় ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

Daily Ajker Sylhet

admin

০৩ অক্টো ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ


দক্ষিণ সুরমায় ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার ৩ তলা ভবনের ছাদে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় চন্ডিপুল এলাকার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল ওয়াহাব (১২) বগুড়া জেলার ধনুঠ থানার সৈলমারি উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাদের পরিবার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ভবনে ভাড়া থাকতো।

পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, আব্দুল ওয়াহাবসহ কয়েকজন শিশু সোমবার বিকালে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ভবনের ছাদে উঠে ফুটবল খেলতে শুরু করেন। সন্ধ্যায় বাকিরা বাসায় ফিরলেও ওয়াহাব না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার রক্তাক্ত দেহ নিচে পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি বলেন- পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!