Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ : যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
দলীয় শৃঙ্খলা ভঙ্গ : যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

Manual8 Ad Code

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ও গালুয়া ইউনিয়ন যুবদলের চারজন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. আবু সায়েম আকনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং নিজ দল ছেড়ে অন্য দলে যোগাযোগ করে ‘মীরজাফরের’ পরিচয় দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে সংগঠনবিরোধী কাজে লিপ্ত থাকায় তাদেরকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়।

Manual1 Ad Code

বহিষ্কৃতরা হলেন- গালুয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. কিসমত ফরাজি, বড়ইয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মনির মেম্বার, বড়ইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শাহিন ও বড়ইয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সানাউল হক অপু।

রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও সদস্য সচিব সৈয়দ নাজমুল হকের সিদ্ধান্তে যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. আবু সায়েম আকন তাদের বহিষ্কারের অনুমোদন করেন।

রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ও নিজ দল ছেড়ে অন্য দলে যোগদান করে মীরজাফরের পরিচয় দেওয়ায় সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যারা দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের সবাইকে অব্যাহতি-বহিষ্কার করা হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন