Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মাটিতে বিশ্ব জয়ের উৎসব হবে ভারতের?

admin

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
দেশের মাটিতে বিশ্ব জয়ের উৎসব হবে ভারতের?

Manual7 Ad Code

স্পোর্টস ডেক্স:
শুরু হয়েছে বিশ্বকাপ। ভারতের মাটিতে চলছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ২২ গজের লড়াইয়ের উত্তাপে গা মাখছে ক্রিকেটবিশ্ব। কোন দলের কতদূর যাওয়ার সম্ভাবনা, সেই আলোচনাও চলছে। ভারতের আসরে অংশ নেওয়া ১০ দলের শক্তি-দুর্বলতা ও সম্ভাবনা নিয়েই এই আয়োজন। আজ থাকছে স্বাগতিক ভারতকে নিয়ে-

‘মওকা মওকা’র কথা মনে আছে? ২০১৫ বিশ্বকাপ উপলক্ষে এই শিরোনামে বিজ্ঞাপন বানিয়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছিল ভারতের ক্রীড়বিষয়ক চ্যানেল ‘স্টার স্পোর্টস’। এবার এমন কোনও বিজ্ঞাপন বানানো হয়নি। তবে বিশ্বকাপ যেহেতু হচ্ছে ঘরের মাঠে, তাতে ভারতের ‘মওকা’ই তো বেশি থাকার কথা! যদিও ভারতীয় সাবেকদেরই মত ভিন্ন। তারা ভারতকে পেছনে রেখে ফেভারিট মানছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডকে। তাতে কি রোহিত শর্মাদের ওপর থেকে প্রত্যাশার চাপ সরাতে চাইছেন তারা? সেটা হতে পারে। তাই বলে কি চাপ সরানো সম্ভব! ভারতের ক্রিকেটপ্রেমী কোটি ভক্ত যে আশায় বুক বেঁধেছেন বিশ্বকাপ জয়ের।

ধারাবাহিকতা এই দলের সবচেয়ে বড় সমস্যা। তাছাড়া অতিমাত্রায় রক্ষণশীল ক্রিকেটও পিছিয়ে রাখছে ভারতকে। কোচ রাহুল দ্রাবিড় কিংবা অধিনায়ক রোহিতের পরিকল্পনাতেও আছে ঘাটতি। সবই ঠিক আছে, তারপরও দলটি যেহেতু ভারত, তার ওপর বিশ্বকাপে ঘরের মাঠে, তখন তাদের ফেভারিট না ধরে উপায় আছে।

বিরাট কোহলি-রোহিত শর্মা আগে থেকেই ছিলেন। এখন নতুন করে উজ্জ্বলতা ছড়াচ্ছেন শুভমান গিল-ইশান কিষানরা। আরও আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়াররা। বোলিং বিভাগটাও দুর্দান্ত। পেস আক্রমণে জসপ্রিত বুমরা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ ও শার্দূর ঠাকুর। স্পিনে দুই অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজার সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব।

সব মিলিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল। দেশের মাঠের বিশ্বকাপ জিতে নেওয়ার সব উপাদানই আছে। সবশেষ তিন বিশ্বকাপের শিরোপা জিতেছে স্বাগতিকরা। ২০১১ সালে ভারত নিজেরাই তো ঘরের মাঠে জিতেছিল বিশ্বকাপ। সেই উৎসবের পুনরাবৃত্তি এবার হবে নাকি?

একনজরে

Manual3 Ad Code

অধিনায়ক: রোহিত শর্মা।

কোচ: রাহুল দ্রাবিড়।

ডাকনাম: টিম ইন্ডিয়া, মেন ইন ব্লু।

র‍্যাংকিং: ১।

বিশ্বকাপে অংশ নিয়েছে: ১২ বার (১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৯)।

বিশ্বকাপে সেরা সাফল্য: চ্যাম্পিয়ন- ১৯৮৩, ২০১১।

আগের বিশ্বকাপের পারফরম্যান্স

২০১৯ বিশ্বকাপ ভারত খেলেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ইংল্যান্ডের বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছিল তারা। রবিন রাউন্ড পর্ব শেষ করেছিল শীর্ষে থেকে। ৯ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট ছিল ভারতের। শিরোপা জেতার বড় দাবিদার ভাবা হচ্ছিল। কিন্তু সেমিফাইনালে পেরে ওঠেনি। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে।

কীভাবে বিশ্বকাপে: বিশ্বকাপের আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে ভারত।

ভারতের বিশ্বকাপ সূচি

৮ অক্টেবর: অস্ট্রেলিয়া (চেন্নাই), দুপুর ২-৩০ মিনিট

১১ অক্টোবর: আফগানিস্তান (দিল্লি), দুপুর ২-৩০ মিনিট

১৪ অক্টোবর: পাকিস্তান (আহমেদাবাদ), দুপুর ২-৩০ মিনিট

১৯ অক্টোবর: বাংলাদেশ (পুনে), দুপুর ২-৩০ মিনিট

২২ অক্টোবর: নিউজিল্যান্ড (ধর্মশালা), দুপুর ২-৩০ মিনিট

২৯ অক্টোবর: ইংল্যান্ড (লখনউ), দুপুর ২-৩০ মিনিট

২ নভেম্বর: শ্রীলঙ্কা (মুম্বাই), দুপুর ২-৩০ মিনিট

৫ নভেম্বর: দক্ষিণ আফ্রিকা (কলকাতা), দুপুর ২-৩০ মিনিট

১২ নভেম্বর: নেদারল্যান্ডস (বেঙ্গালুরু), দুপুর ২-৩০ মিনিট

নজরে থাকবেন

বিরাট কোহলি: সময়ের তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার অর্জনের খাতায় এরই মধ্যে যোগ হয়েছে বিশ্বকাপ ট্রফি। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটাও অবশ্যই নিজের করে নিতে চাইবেন তিনি। তার ওপর বিশ্বকাপটা যখন হচ্ছে দেশের মাটিতে। ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতায় নামার আগের সময়েও হেসেছে তার ব্যাট। ভারতের এশিয়া কাপ জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এবার বিশ্বকাপ রাঙানোর অপেক্ষায় কোহলি।

শুভমান গিল: ক্যারিয়ারের সেরা সময় পার করছেন শুভমান গিল। ভারতীয় ব্যাটিং লাইনআপে নতুন আশার আলো এই ওপেনার। ক্রিকেটের তিন ফরম্যাটেই সময় তালে চলছে তার দাপট। এশিয়া কাপের পর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কীর্তিও আছে ২৪ বছর বয়সী তারকার। বিশ্বকাপ হচ্ছে ঘরের মাঠে। শুভমানের ব্যাটে চলমান ঝলক দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট ভক্তরা।

শক্তি

Manual6 Ad Code

* বরাবরই ভারতের প্রধান শক্তি ব্যাটিং। এবারের বিশ্বকাপও ব্যতিক্রম নয়।

* একাই ম্যাচের দৃশ্যপট পাল্টে দিতে পারেন, এমন ব্যাটসম্যান বেশ কয়েকজন এই দলে।

* বিরাট কোহলির দিনে বিশ্বের যেকোনও দল অসহায়।

* দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমান গিল। তার সঙ্গে অভিজ্ঞ রোহিত শর্মার ওপেনিং জুটি বড় ভূমিকা রাখবে।

* ভারতের বোলিংও শক্তিশালী।

* ঘরের মাঠের সুবিধা অবশ্যই সঙ্গে থাকবে।

দুর্বলতা

* মিডল অর্ডারের দুর্বলতা বিশ্বকাপের আগেও ঠিক করে উঠতে পারেনি। টপ অর্ডার ব্যর্থ হলে ভুগতে হতে পারে।

* বিশেষ করে, ব্যাটিংয়ের চার নম্বর পজিশন এখনও নড়বড়ে।

* ধারাবাহিকতার অভাব রয়েছে।

* ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় প্রত্যাশা বেশি।

Manual3 Ad Code

* কোচ রাহুল দ্রাবিড়ের রক্ষণশীল ক্রিকেট ভোগাতে পারে।

ভবিষ্যদ্বাণী: চ্যাম্পিয়ন।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি, শার্দূল ঠাকুর, জসপ্রিত বুমরা।

Manual7 Ad Code

 

শেয়ার করুন