Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ম বদল করে মুসলিম হওয়ায় যা বললেন অভিনেতার সাবেক স্ত্রী!

admin

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
ধর্ম বদল করে মুসলিম হওয়ায় যা বললেন অভিনেতার সাবেক স্ত্রী!

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:
ধর্ম বদল করে ইসলাম গ্রহণ করেছিলেন ভারতীয় টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনা। ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পান তিনি।

Manual5 Ad Code

ভিভিয়ান ও তার সাবেক স্ত্রী ওয়াহ্বিজ দোরাবজির সম্পর্ক একসময় ছিল চর্চার কেন্দ্রে। হঠাৎ করেই আট বছরের দাম্পত্যে ইতি টানেন ভিভিয়ান ও ওয়াহ্বিজ। সম্প্রতি ভিভিয়ান খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। লুকিয়ে বিয়ে শুধু নয়, ৪ মাসের কন্যাসন্তানও রয়েছে তাদের।

Manual2 Ad Code

অন্যদিকে অভিনেতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই নাকি ভালো যাচ্ছে না ওয়াহ্বিজের স্বাস্থ্য। এবার সাবেক স্বামীর জীবনে এমন পরিবর্তন দেখে খোঁচা দিলেন ওয়াহ্বিজ! রীতিমতো কর্মফল নিয়ে কথা বলেন অভিনেতার সাবেক স্ত্রী। খবর আনন্দবাজারের।

অভিনেতার প্রথম স্ত্রী ওয়াহ্বিজ নিজের সামাজিক মাধ্যমে বলেন, ‘মানুষের মুখ মিথ্যা বলতে পারে, তবে চোখ কখনো মিথ্যা বলে না। মানুষ ভুলে যাবে, কিন্তু তোমার কর্ম মনে রাখা হবে।’

Manual7 Ad Code

যদিও কারও নাম নিয়ে কোনো মন্তব্য না করলেও অনুরাগীদের ধারণা ভিভিয়ানের উদ্দেশেই এই পোস্ট ওয়াহ্বিজের।

Manual5 Ad Code

জন্মসূত্রে খ্রিস্টান এই অভিনেতা ২০১৯ সালের রমজান মাসেই ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। অভিনেতার স্ত্রী মিশরের সাংবাদিক। নাম নওরান আলি। তার প্রভাবেই কি ধর্ম পরিবর্তন?

ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি। আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি।’

শেয়ার করুন