Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পথ খুলল বঙ্গবন্ধু টানেলের, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
পথ খুলল বঙ্গবন্ধু টানেলের, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে বহুল প্রত্যাশিত বন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে ফলক উন্মোচনের মাধ্যমে টানেলের উদ্বোধন করেন তিনি।

টানেলের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী টানেল দিয়ে আনোয়ারা প্রান্তে আসেন। সেখানে আরেকটি ফলক উন্মোচন করেন।

টানেল উদ্বোধন এ উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম এবং প্রথম একটি বিশেষ সিলমোহরও অবমুক্ত করেন সরকারপ্রধান।

Manual3 Ad Code

পরে কোরিয়ান ইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন সরকারপ্রধান। আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা আয়োজিত এ জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেবেন।

Manual1 Ad Code

বঙ্গবন্ধু টানেল ছাড়া চট্টগ্রামে আরও ৯টি প্রকল্পের উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়টি উদ্যোগের উদ্বোধন করেন তিনি।

Manual4 Ad Code

এর আগে সকাল পৌনে ১১টায় সরকারপ্রধান হেলিকপ্টারে করে পতেঙ্গায় নেভাল হেলিপ্যাডে পৌঁছান।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল ৯টা থেকে আনোয়ারার ইপিজেডের মাঠে দলে দলে আসতে শুরু করে মানুষ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ মহানগর থেকে দলীয় কর্মীরা রঙবেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে, রঙিন টিশার্ট পড়ে সমাবেশে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তব্য রাখছেন।

শেয়ার করুন